1. towkir.skit@gmail.com : admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

বাগমারায় পানিকামড়া বিল উন্মুক্ত করণের লক্ষ্য জমি মালিকদের আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

রাজু আহমেদ স্টাফ রিপোর্ট

রাজশাহীর বাগমারায় বাইগাছা , বানাইপুর মৌজার পানি কামড়া বিলের জটিলতা নিরসনের বিষয়ে বিল উন্মুক্ত করার জন্য জমি মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাইগাছা তোগাছি ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে হাবিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন , ওয়ারেশ আলী , মাহবুবুল আলম , ডব্বোর শেখ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন , আমিনুল ইসলাম , মজনু , এনামুল হক , নাইমুল ইসলাম , শাহাবুর রহমান , কামাল হোসেন , ওহাব , বাক্কার , রুমানসহ আরও অনেকে ।

সভা শেষে পানি কামড়া বিলকে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org