রাজু আহমেদ স্টাফ রিপোর্ট
রাজশাহীর বাগমারায় বাইগাছা , বানাইপুর মৌজার পানি কামড়া বিলের জটিলতা নিরসনের বিষয়ে বিল উন্মুক্ত করার জন্য জমি মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাইগাছা তোগাছি ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে হাবিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন , ওয়ারেশ আলী , মাহবুবুল আলম , ডব্বোর শেখ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন , আমিনুল ইসলাম , মজনু , এনামুল হক , নাইমুল ইসলাম , শাহাবুর রহমান , কামাল হোসেন , ওহাব , বাক্কার , রুমানসহ আরও অনেকে ।
সভা শেষে পানি কামড়া বিলকে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী