1. towkir.skit@gmail.com : admin :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
Title :
নওগাঁয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন পোরশায় দুই বন্ধুর জীবন কেড়ে নিল বেপরোয়া ট্রাক্টর পোরশায় কাঁকড়া ট্রাক্টরের সাথে-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১ শেরপুরে দুর্বৃত্তের হাতে নিহত অটোচালক লতিফের পরিবারের পাশে সাংবাদিক বুলবুল রাজশাহীতে শীর্ষ মাদক গডফাদার আটক নওগাঁয় বাড়ি হতে নিখোঁজ হওয়া বাক্তির ২দিন পর মরহেদ উদ্ধার পোরশায় পুকুরে বিষ দিয়ে প্রায় ১০লাখ টাকার মাছ নিধন দাবি পূরণ করেই ছাত্ররা ক্লাসরুমে ফিরবে নওগাঁর পলিটেকনিক শিক্ষার্থীরা বাগমারায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  সমাজ থেকে বিভেদ দুর করতে আমরা একসাথে কাজ করার আহ্বান: মাসুদ হাসান তুহিন 

নওগাঁয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫ Time View

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দার বাথইল গোপাল প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয়রা। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাত এর অভিযোগ এনে তার বিরুদ্ধে সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রিপন কুমার সরকার বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বিদ্যালয়ের পুরাতন ভবনের টিনসহ আসবাবপত্র বিক্রি করে সমুদয় অর্থ আত্মসাত করেন। বিদ্যালয়ের জমিতে থাকা বেশকিছু দোকানঘর ভাড়া দেওয়া হলেও এর কোনো হিসাব নেই। সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সহায়তায় তিনি এসব টাকা আত্মসাত করেন।

প্রতিষ্ঠানের দাতা সদস্য সুনীল কুমার নতুন ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বলেন, ঠিকাদারের সঙ্গে যোগসাজস করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভবনটি তড়িঘড়ি করে বুঝে নেন। অথচ কয়েক মাসের মধ্যেই স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের জন্য খাবার পানির ব্যবস্থা নেই। তিনি একক সিদ্ধান্তে বিদ্যালয় পরিচালনা করছেন। অবিলম্বে এসবের তদন্ত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণসহ শাস্তির দাবি করছি।

উক্ত মানববন্ধন আরও বক্তব্য দেন, শিক্ষার্থী অভিভাবক নাছের উদ্দিন মোল্লা, আব্দুস সামাদ ও গোলাম মাওলা, তোফাজ্জল হোসেন, হারুন অর রশীদ ও আমিনুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org