মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দার বাথইল গোপাল প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয়রা। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাত এর অভিযোগ এনে তার বিরুদ্ধে সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রিপন কুমার সরকার বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বিদ্যালয়ের পুরাতন ভবনের টিনসহ আসবাবপত্র বিক্রি করে সমুদয় অর্থ আত্মসাত করেন। বিদ্যালয়ের জমিতে থাকা বেশকিছু দোকানঘর ভাড়া দেওয়া হলেও এর কোনো হিসাব নেই। সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সহায়তায় তিনি এসব টাকা আত্মসাত করেন।
প্রতিষ্ঠানের দাতা সদস্য সুনীল কুমার নতুন ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বলেন, ঠিকাদারের সঙ্গে যোগসাজস করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভবনটি তড়িঘড়ি করে বুঝে নেন। অথচ কয়েক মাসের মধ্যেই স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের জন্য খাবার পানির ব্যবস্থা নেই। তিনি একক সিদ্ধান্তে বিদ্যালয় পরিচালনা করছেন। অবিলম্বে এসবের তদন্ত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণসহ শাস্তির দাবি করছি।
উক্ত মানববন্ধন আরও বক্তব্য দেন, শিক্ষার্থী অভিভাবক নাছের উদ্দিন মোল্লা, আব্দুস সামাদ ও গোলাম মাওলা, তোফাজ্জল হোসেন, হারুন অর রশীদ ও আমিনুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী