বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ। দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে আজ দুপুরে নব-নির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম শহীদের সঙ্গে মতবিনিময় ও বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, প্রধান শিক্ষক হাবিবুল আলম, সহকারী শিক্ষক হারুনুর রশিদ, তাজুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মাহফুজুর রহমান নয়ন, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, দেউলী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শিবলী সহ প্রমূখ।