নওগাঁর পোরশায় মোটরসাইকেল দুর্ঘ্যটনায় দুই রং শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মহাদেবপুর উপজেলার অলংকারপুর গ্রামের বিদ্যুৎ (২৭) ও শামসুল হকের ছেলে আব্দুল আজিজ (৩০)। রোববার সকাল ১০টার দিকে চকগোপাল বয়লারে কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, আহত দুইজন মোটরসাইকেলে যোগে বাড়ি রং করার কাজের উদ্দেশ্যে পোরশা গ্রামে যাচ্ছিল। যাওয়ার পথে চকগোপাল বয়লারের কাছে পৌছিলে সেখানে রাস্তার উপর দাড়িয়ে থাকা দুইজন ব্যক্তির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালের গাছের সাথে ধাক্কা খায় এতে দুইজন গুরুতর আহত হয়। অপরদিকে দাড়িয়ে থাকা দুইজনের বিষয়ে কিছু জানা যায়নি।