
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা ও বরণ করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কৃষক দলের সিদ্ধান্ত অনুযায়ী পলাশবাড়ী উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মাহফুজার রহমান রানা। এই উপলক্ষে উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
উপজেলা কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আশরাফুল আলম, সাধারণ সম্পাদক শাহ্ মোসলেহ উদ্দিন বিজন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তারিকুল ইসলাম রতন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন
জাকিরুল ইসলাম মিন্টু (মাষ্টার)
আহাদুন্নবী নকু
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল বাকি সরকার। চাঁনমিয়া এলাকার ছাইদার রহমান এবং আব্দুল্লাহ আল মারুফ সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
কৃষক দলের পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে পলাশবাড়ী উপজেলা কমিটি ঘোষণা করা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে এক লিখিত বার্তায় বলেন
কৃষকরাই দেশের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার রক্ষা, উৎপাদন খরচ কমানো এবং কৃষি পুনরুজ্জীবনে সংগঠিত কৃষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠপর্যায়ের নেতৃত্বকে আরও সক্রিয় ও শক্তিশালী হতে হবে, কৃষকের পাশে দাঁড়াতে হবে।
তিনি নতুন কমিটিকে দায়িত্বশীলতা, সততা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
নবনিযুক্ত আহ্বায়ক মাহফুজার রহমান রানা বলেন,কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃষকদের অধিকার প্রতিষ্ঠা ও দলকে আরও শক্তিশালী করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবো।
অনুষ্ঠানে উপস্থিত উপজেলা কৃষক দলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নতুন কমিটির প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।