
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তঘেঁষা এলাকা থেকে আব্দুস সালাম বাদল (৩৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে পরিচালিত এ অভিযানে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে মশালডাংগী এলাকায় বিশেষ অভিযান চালায় টহল দল। এসময় বাদলের কাছ থেকে চার পিস ইয়া’বা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মোটরসাইকেল হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আব্দুস সালাম বাদলের বাড়ি একই উপজেলার জামুন মশালডাংগী গ্রামে বলে জানা গেছে।