
মোঃ আজমির হাসান
স্টার্ফ রিপোটার, ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী মনোনয়ন, সাংগঠনিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে ঢাকায় এক প্রাণবন্ত ও ব্যাপক পরিসরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজধানীতে সুসজ্জিত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ প্রতিনিধিরা, স্থানীয় সংগঠনের দায়িত্বশীলরা এবং আগত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভাস্থল ছিল বর্ণিল সাজে সজ্জিত; মঞ্চে ফুলের বাহার ও আলোকসজ্জার মধ্য দিয়ে অতিথিদের বরণ করা হয়। পিছনের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন নুরুল হক নূর। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে। তাই আমাদের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করা এবং যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, নির্বাচনে জয়লাভ করতে হলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন, গ্রাসরুট পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ এবং তৃণমূলের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই মূল লক্ষ্য।
সভায় বক্তারা বলেন, দেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণই ইতিবাচক পরিবর্তনের চালিকাশক্তি। একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সততা, কর্মদক্ষতা ও জনপ্রিয়তা বিবেচনায় রাখা হবে বলে নেতৃবৃন্দ মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ছিল উৎসবমুখর—মঞ্চে সারিবদ্ধভাবে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ কর্মীরা। তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় স্থানীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরাও অংশ নেন এবং নির্বাচনি দায়িত্ব বণ্টন, ভোটার যোগাযোগ, প্রচার-প্রচারণা জোরদার, এবং মাঠ পর্যায়ে সংগঠনের অবস্থান আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।