
আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল পাঁচ’টায় শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাড়ীগ্রাম দাখিল মাদ্রাসা ময়দানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী- ৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জামান সরকার বাদশা, বাগমারা উপজেলা তাঁতি দলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, সভাপতি শফিকুল ইসলাম নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহ আরও অনেকে। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলাল, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, আউচপাড়া ইউনিয় বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান ফৌজদার, সাধারণ সম্পাদক সোয়েব আলী, তরুণ দলের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রানা, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান নাহিদ সহ অন্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএম জিয়া বলেন, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এম.পি নির্বাচিত করেন, তাহলে দল মত নির্বিশেষে বাগমারার উন্নয়ন করবো।
আমার কাছে কোন নেশাখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমার জানামতে আপনাদের কোন ক্ষতি করি নাই। ৫ আগস্ট পরবর্তীতে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করি নাই। অতীতে বিন্দুমাত্র ভুল করে থাকলে ক্ষমা করে দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন।