
মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনীত করা হয়নি কোনো বিএনপির প্রার্থী। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে নিয়ে চলছে গুঞ্জন। এরই মধ্যে নিজের প্রার্থীতার ঘোষণা করেছেন জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান। এ নিয়ে সবার দোয়া ও সমর্থন চান তিনি। সংসদে গিয়ে এলাকার প্রতিনিধিত্ব করতে সবার সমর্থন চাইতে শুরু করেছেন এই নেতা।
অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের সন্তান। তিনি ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী। এলাকায়ও জনসমর্থন রয়েছে তার। এরই মধ্যে এলাকায় বিচরণ শুরু করেছেন। ভোটার দ্বারে দ্বারে গিয়ে নিজ দলের জন্য চাইছেন ভোট।
জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। ঢাকার মিডিয়ায় আলোচিত মুখ হয়ে উঠেছেন সবুজ।
নির্বাচনের বিষয়ে সবুজ খান বলেন, ‘আমি বাঞ্ছারামপুরকে নিয়ে স্বপ্ন দেখি, এই এলাকার মাটি ও মানুষের সাথে আমি মিশে আছি। সবার সমর্থন পেয়ে সংসদে গিয়ে এখানকার সব কিছুকে বদলে দিতে চাই। পুরো দেশে বাঞ্ছারামপুরকে ভিন্ন ভাবে পরিচিতি করতে চাই। আগামী নির্বাচনে আমি এই আসন থেকে লড়াই করবো। আপনারা আমার পাশে থাকবেন।
উল্লেখ্য, গত ৩ই নভেম্বর ঘোষণা করা হয় ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি নির্বাচনী আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রাপ্তীদের তালিকা।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে পেলেন এম.এ হান্নান। ব্রাহ্মণবাড়িয়া- ২ (আশুগঞ্জ-সরাইল) আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর-বিজয়নগর) আসনে প্রার্থীতা পেলেন ইঞ্জিঃখালেদ মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা-আখাউড়া) আসনে বহু নাটকীয়তার পর যথাস্থানেই সাবেক এমপি মুশফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসনে প্রার্থীতা পেলেন আব্দুল মান্নান। ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে ঘোষণা করা হয়।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের মধ্যে ৪টি তে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়, বাকি দুইটি আসনে ( ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) এখানে চিন্তিত কোন প্রার্থী ঘোষণা করা হয়নি, এরই পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে চলছে লড়াই কে পাবে মনোনয়ন, তার মাঝে থেকে উঠে আসে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি প্রার্থী “জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান। সকলের দোয়া ও সমর্থন প্রার্থী।