
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘার দুর্গম চরাঞ্চলে দীর্ঘ ৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান “অপারেশনস্ ফার্স্ট লাইট’’ নামক বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। রোববার (৯ নভেম্বর) ভোর ০৪:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত জেলা পুলিশ, র্যাব, আরআরএফ, রাজশাহী, এপিবিএন ও নৌ-পুলিশ এ যৌথ অভিযান পরিচালনা করে বলে জানা যায়।
যৌথ বাহিনী রাজশাহী জেলার বাঘা উপজেলার আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া, ১টি চাকুসহ ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো বাঘা উপজেলার নূরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মো: জালাল উদ্দিন, আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রাং এর ছেলে মোঃ কামরুজ্জামান (৩৮), চৌমাদিয়া গ্রামের মৃত হাবু দেওয়ানের ছেলে কবির উদ্দিন ও খবির উদ্দিন, কালিদাস খালি গ্রামের মোঃ জিন্নাহ সিকদারের স্ত্রী মোসাঃ মনোয়ারা খাতুন(৫০), মোঃ হান্নানের স্ত্রী মোসাঃ মনিয়ম খাতুন(৪২), মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন(৩৫), খানপুর গ্রামের মোঃ জমসেদ প্রাং এর ছেলে মোঃ আলমগীর হোসেন(৩৭), চকরাজাপুর গ্রামের বকসু মন্ডলের ছেলে মোঃ আলম ইসলাম (১৮), খানপুর গ্রামের সাহাব উদ্দিন কাজির ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩০), চৌমাদিয়া গ্রামের দুখাই দেওয়ানের ছেলে আওলাদ হোসেন, পলাশী ফতেপুর গ্রামের মোঃ আদু মোল্লার ছেলে মোঃ মিজানুর রহমান(২৬) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তালবাড়ীয়া গ্রামের মৃত এলাজ মন্ডলের ছেলে মোঃ বাচ্চু মন্ডল(৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাঘা, নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরর্দীর দুর্গম চরাঞ্চলে চাঁদাবাজি, মাদক চোরাকারবারি, বালুমহাল দখলকে কেন্দ্র করে কয়েকটি সন্ত্রাসী বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম এর চেষ্টা করে আসছিলো। তিনটি জেলার চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি’র নির্দেশনা অতিরিক্ত ডিআইজি (অপস্), নওরোজ হাসান তালুকদারের তদারকিতে ও ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নেতৃত্বে ০৯ নভেম্বর ২০২৫ খ্রি. ভোর ০৪:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। এতে রাজশাহী জেলাধীন আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকা হতে অপারেশনস্ ফার্স্ট লাইট বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদের হেফাজত হতে ৩টি ওয়ান শুটারগান, ১রাউন্ড গুলি, ১টি খোসা, ২০ বোতল ফেন্সিডেল, ৫০ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া, ১টি চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে।