
নিজস্ব প্রতিবেদক
“চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিএনপির আয়োজনে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনের দাবিতে ৭ নভেম্বর বিশাল সমাবেশ এ ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী আমিনুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী হারুন অর রশিদ।
তিনি বলেন, “পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত সাবেক এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।
তিনি বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়—ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।”বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, ভোলাহাট উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মাহাতাব উদ্দিন, আরো উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, যুবদলের সাবেক সম্পাদক মোঃ মনসুর আলী, আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিনের একান্তই ব্যক্তিগত সহকারী ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ সহ এসময় বিএনপি দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।