
আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় পূনর্ভবা নদীতে সুতিজাল অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধা পর্যন্ত পূনর্ভবা নদীর বাংলাদেশের অভ্যন্তরে ওই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও রাকিবুল ইসলাম। মৎস অফিস, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ এই অভিযানে ৮ টি সুতি জাল উচ্ছেদ করা হয়েছে এবং ৮ টি রিং জাল উদ্ধার করে নিতপুর বিওপির সামনে ফুটবল খেলা মাঠে আগুন জালিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় মৎস্য কর্মকর্তা শামীম রেজা, নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান, এএসআই রিপন হোসেন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, মানুষের মতো নদীরও একটা জীবন, নিজস্ব ছন্দ, গতিপথ আছে। যখন সুতি জাল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বাধা তৈরি করে নদীর গলা টিপে পানিপ্রবাহ বন্ধ/সীমিত করে দেয়া হয় তখন এর প্রভাব পড়ে নদী ও এর উপরে নির্ভরশীল মানুষ, প্রাণীকূল, ফসলি জমিসহ পুরো ইকোসিস্টেমের উপরে। হুমকির মুখে পড়ে নদীকেন্দ্রিক জীববৈচিত্র। টান পড়ে সাধারণ জেলেদেরও জীবিকাতেও। সুতরাং এসব ঠিক রাখতে হলে আমাদের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। তিনি বলেন বুধবার পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের জানানো হয়েছে, সাপাহার সুইচ গেট থেকে পানি ছাড়ার পরেও নিতপুর এলাকায় সুতি জালের কারণে তা ঠিকভাবে নামছে না। আশেপাশের কোনো উপজেলাতেই এমন জাল নেই বলে তারা জানিয়েছেন। এরপরই তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। যে সমস্ত সুতি ব্যবসায়ী নির্দেশনা মেনে নিজ থেকে জাল অপসারণ করেছেন তাদের ধন্যবাদ। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।