
বিশেষ প্রতিনিধি,,
রাজশাহীর বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসার বলি হল বিএনপি নেতা হাবিবুর রহমান। সোমবার দিবাগত রাতে গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তার পুকুরে বিষ প্রয়োগ করে এতে করে প্রায় ২ কোটি টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধ্যায় দেশব্যাপী মনোনয়ন ঘোষণা করে বিএনপি।
হাবিবুর রহমান রাজশাহী-৪(বাগমারা) আসনের মনোনয়ন বঞ্চিত কামাল হোসেনের অনুসারী ও গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একই সঙ্গে বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য তিনি।
চেয়ারম্যান জানান, গতকাল রাতে দুষ্কৃতকারীরা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে। পুকুরে বিষ প্রয়োগে মরে যাওয়া মাছগুলো ভেসে উঠতে দেখতে পান পাহারাদার। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এদিকে বেলা যতই বাড়তে থাকে মরা মাছের সংখা ততো বৃদ্ধি পাচ্ছে।
তিনি জানান,দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসার পাশাপাশি পুকুরে মাছ চাষ করে আসছেন। তাঁর বেশ কয়েকটি পুকুর রয়েছে। ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। একটি পক্ষ দীর্ঘদিন থেকেই আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে থাকায় আমার এই ক্ষতি করা হয়েছে। পুকুরে বিষ দিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন,” আমি বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেনের অনুসারী। রাজনৈতিক কারণে পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে।” তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।