
নাম মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় আল আকসা মডেল মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য  প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি ছিল।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক ফারহান মাহাবুব মিজান পরিচালনায়  এসময়ে শুভেচ্ছা বক্তব্য দেন উপাধ্যক্ষ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, বক্তৃতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজন ছিল। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উপস্থাপনা অনুষ্ঠানকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
সভায় বক্তারা বলেন, আল আকসা মডেল মাদ্রাসা শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, এটি একটি নৈতিকতার পাঠশালা। তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তির সঠিক ব্যবহার, সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীলতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি  ভূমিকা রাখতে হবে । 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লোহাগাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রফিক দিদার, বদিউর রহমান মার্কেটের ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদুল আলম, আল আকসা ফাউন্ডেশনের সদস্য আবু তাহের, অভিভাবক সদস্য শামসুল আলম প্রমুখ।
শেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মাদ্রাসার সার্বিক অগ্রগতি কামনা করেন।