
আল রোকন
রিপোর্টার কুমিল্লা।
কুমিল্লা দাউদকান্দি উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৫৪ তম সমবায় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় দাউদকান্দি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দাউদকান্দি উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দাউদকান্দি উপজেলা সমবায় অফিসার আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সঞ্চালনা করেন মনির উদ্দিন সাধারণ সম্পাদক ধানসিড়ি সমবায় সমিতি।
প্রধান অতিথি ছিলেন জনাবা নাসরিন আক্তার দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব রেদয়ান ইসলাম, জনাব গোলাম মহিউদ্দিন মাহমুদ তালুকদার সভাপতি দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ বোরহান উদ্দিন ধানসিড়ি সমবায় সমিতি সভাপতি রেহানা আক্তার ক্লাসিক বহুমুখী সমবায় সমিতি , জামাল উদ্দিন সদস্য ধানসিড়ি সমবায় সমিতি , মোহাম্মদ সালাউদ্দিন টাক্টর মালিক সমবায় সমিতি , দাউদাউকান্দি ১৫টি উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও শতাধিক সদস্যগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন , সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে ব্যক্ত করেন।