
মা*দক বিক্রির দায়ে রাঙ্গুনিয়ায় ছয়জনকে তিন মাসের কা*রাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের চন্দ্রঘোনা লিচুবাগান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এই দ*ন্ড দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। মা*দক দ্র*ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মো. মিজানুর রহমান অভিযানে সহায়তা করেন।
দ*ন্ডপ্রাপ্তরা হলেন, চন্দ্রঘোনা লিচুবাগান ৭ নং ওয়ার্ডের বাচা মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৫), একই ওয়ার্ডের মো. ইউনুছের ছেলে সৌরভ (২৬), কাপ্তাই বড়ইছড়ি সিতাঘাট এলাকার মো. আবুল কাশেমের ছেলে সেলিম (৩০), চন্দ্রঘোনা মহাজন বটতল এলাকার রিমন নাথের ছেলে উজ্জ্বল নাথ (৩৫), পশ্চিম নিশ্চিন্তারপুর এলাকার আবদূর রশিদের ছেলে জাকির (২৪), চন্দ্রঘোনা উত্তর বনগ্রাম এলাকার মো. জসিমের ছেলে নুরুল আবছার (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মা*দকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এসময় গো*পন সংবাদে খবর পেয়ে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় মা*দক বিক্রির দায়ে ছয়জনকে ধরে বি*নাশ্রম কা*রাদণ্ড দেয়া হয়।
ইউএনও মো. কামরুল হাসান জানান, অভিযানকালে তাদের হাতে মা*দকসহ পাওয়া যায়৷ পরে মা*দক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের জে*ল দেয়া হয়েছে৷ জনস্বার্থে এবং মাদ*ক নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি৷ — রাঙ্গুনিয়া –প্রতিনিধি- ইমরান