
পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি
,”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজনে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় নিরাপদ সড়ক দিবসে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাশেদুর রহমান,দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো.আসির উদ্দীন,নিরাপদ সড়ক চাই পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো.আব্দুল গফুর,পত্নীতলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আলমগীর কবির, ও বিভিন্ন গাড়ি চালকগণ।