
আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন নওগাঁর পোরশা এলাকায় সম্মুখভাগের বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৭)কে রাস্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি সোমবার দিবাগত রাত পৌনে ৪টায় এ্যাজমা জনিত সমস্যায় নিজ বাসভবনে মারা যান। মৃতকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতিনাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পরে মঙ্গলবার জোহরের নামাজের পরে রাস্ট্রীয় মর্য়দা প্রদান করে ও জানাজা নামাজ শেষে তাকে নিতপুর কেন্দ্রিয় বড় কবরস্থানে দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারি কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, তার মৃত্যতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।