
এম এইচ কামাল
বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার ( ২০ অক্টোবর) সকাল ১১ টায় বাকেরগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে রুনসী, সদর রোড হয়ে বাকেরগঞ্জ বন্দরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য খলিল শিকদার, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলিম জোমাদ্দার, সহ সভাপতি কাজী শাহ আলম, গাজী হুমায়ুন কবির, জামাল হোসেন বিপ্লব,শেখ মাহমুদুর রহমান রিমন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার,
সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান ইসলাম রনি,পৌর শ্রমিক দলের সভাপতি আ: খালেক হাওলাদার প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, “তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নই জাতিকে একটি সুশাসনভিত্তিক, ন্যায়সংগত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে।” তারা আরও বলেন, “এই ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, বরং জাতীয় ঐক্যের একটি রূপরেখা, যা দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ভিত্তি।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মসূচি শক্তিশালী করার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।