
মোঃ আল আমিনের
জেলা প্রতিনিধি কুমিল্লা।
সারাদেশের ন্যায় দেবিদ্বার উপজেলায় পালিত হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এই টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ১৫ ই অক্টোবর বুধবার সকাল ১০ ঘটিকায় সুবিল ইউনিয়নের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে উৎসবমুখর পরিবেশে টিকাদান কর্মসূচি পালন করা হয়।
টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোশারফ হোসেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল আমিন, ও স্কুলের শিক্ষকমন্ডলী, এবং শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
সুবিল ইউনিয়ন স্বাস্থ্যকর্মী জামাল হোসেনের পরিচালনায় শিশু শ্রেনি থেকে পঞ্চম শ্রেনির সকল শিক্ষার্থীকে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হয়।
এসময় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোশারফ হোসেন বলেন টাইফয়েডে দেশে এখন অনেক মানুষ মারা যাচ্ছে, সমাজে কিছু মানুষ এই টিকাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে। যার ফলে কিছু অভিভাবক এ টিকা গ্রহণে আগ্রহ হারাচ্ছে। তাই আমি সকল অভিভাবককে বলবো টাইফয়েড এর প্রতিশোধক হিসেবে আপনাদের সন্তানদেরকে এ টিকা গ্রহণ নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মীদেরকে সহায়তা করুন।