
“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য কর্মকর্তা আল-হামিম। এতে সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ।