
রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠিত করার লক্ষ্যে শনিবার (১১অক্টোবর) বিকাল ২.০০ ঘটিকায় মরিয়ম নগর চৌমুহনীস্থ মাস্টার কমিউনিটি সেন্টারে শিক্ষক সমাবেশ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমাবেশ ও প্রতিনিধি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন্নুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. নু ক ম আকবর হোসেন,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কলেজ শিক্ষক সমিতির সভাপতি, অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোঃ গোফরান,সৈয়দ মাওলানা মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী,মাওলানা করিম উদ্দিন নুরী।
অধ্যাপক আহমদ শাহ আলমগীরের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক সাধারণ অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাছান।বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মাসুদ,অধ্যক্ষ নাছির উদ্দীন তৈয়বী।
উপস্থিত ছিলেন আরবী প্রভাষক ইলিয়াছ আহমদ নঈমী,মোঃ শাহ শাওন,মাষ্টার আবদুল কাদের।
এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতাদর্শের সকল পেশাজীবি শিক্ষকদের সবান্ধবে শিক্ষক সমাবেশ ও প্রতিনিধি সম্মেলনে আগত ইউনিয়ন প্রতিনিধিদের উপস্থিতিতে পেশাজীবি শিক্ষকদের আদর্শ সংগঠন “রাঙ্গুনিয়া শিক্ষক ফোরাম”গঠিত হয়। রাঙ্গুনিয়ার শতাধিক মাধ্যমিক ও প্রাথমিক স্কুল,মাদরাসা,কারিগরি,কলেজের শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
প্রধান বক্তা অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল বলেন, শিক্ষকরা ক্রান্তিকাল পার করছে। সকল বাঁধা পেরিয়ে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে সংগঠনের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নু ক ম আকবর হোসেন বলেন, শিক্ষক হলো এক মশাল বাহক,যার জীবন অন্যের জন্য আলোর পথ দেখানো। নিজের কষ্টের কথা ভূলে মানুষের ভালবাসা আর সুখের চিন্তা করেন শিক্ষকরা। ভালবাসা দিয়ে যা অর্জন করা যায় তা অন্য কিছু দিয়ে সম্ভব নয়। শিক্ষকরা জাতি গঠনে বিশেষ ভুমিকা পালন করার কারণে জাতি সকল বিপদ থেকে মুক্ত। শিক্ষকরা জাতির আলোকবর্তিকা। শিক্ষকরা জ্ঞানের সমুদ্র হতে পড়ালেখার বিকল্প নেই। সমাজকে পরিবর্তন করতে হলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য -রাঙ্গুনিয়া-প্রতিনিধি- ইমরান