মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
দীর্ঘ ৮ বছর পর উৎসবমুখর পরিবেশে গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উদ্বোধন করা হয়।
পৌর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ মোস্তাকের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি ডা.মইনুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
পরে বিকেল পৌনে ৩টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন কাউন্সিলর গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল ২টা ৪৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত চলে।
কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।