পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নওগাঁর পতœীতলা থানার
ওসি মোজাফফর হোসেনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী পেলেন ১১০ গ্রাম পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে থানা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ওসি মোজাফফর
হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ
সুপার মু. আব্দুল মমীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক
(তদন্ত) সেলিম রেজা, থানার বিভিন্ন অফিসার ও পুলিশ সদস্যরা। ঈদ উপহার সামগ্রীর
মধ্যে ছিল সেমাই, চিনি, চাল, তেল, গুঁড়ো দুধসহ ৮ ধরণের নিত্যপ্রয়োজনীয়
জিনিস। অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন,
গ্রাম পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে
কাজ করে থাকেন। তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে
সহযোগিতা করেন। তাদের এ কাজে উৎসাহ যোগানোর জন্য পতœীতলা থানার পক্ষ থেকে
গ্রাম পুলিশদের সামান্য ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।#