আল রোকন
রিপোর্টার কুমিল্লা
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে দুঃসময়ে ১৭ টি বছর রবিউল সিকদার হামলা মামলা শিকার হয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এর দোসরদের হাতে লাঞ্ছনায় শিকার হয়ে ইলিয়টগঞ্জের দক্ষিণ ইউনিয়নের বিএনপিকে শক্ত হাতে ধরে রেখেছেন বিএনপি’র কোন অস্তিত্বই থাকতো না ইলেটগঞ্জ দক্ষিণ ইউনিয়ন।
আওয়ামী দোসর ফেসিস্টরাই রাজত্ব করত এই দোসরা এখন হাইব্রিড নেতা কেননা দুর্দিনে এই ইউনিয়নের কোন মিছিল মিটিং,আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে দলকে গুছিয়ে রাখার মত কোন বড় মাপের নেতা ছিল না বড় মাপের নেতারা আওয়ামী দোষদের সঙ্গে লিয়াজু রাজনীতি করতেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কোন নেতাকর্মিকে খুঁজে পাওয়া যেত না ডঃ খন্দকার মোশাররফ হোসেন স্যারের ডঃ খন্দকার মারুফ হোসেন ভাইয়ের নির্দেশনাই কাজ করে যেতেন রবিউল শিকদার।
আন্দোলনের প্রথম সারিতে থেকে দলকে কিভাবে নেতৃত্ব দিতে হয় একমাত্র রবিউল শিকদার তার জ্বলন্ত উদাহরণ।
আর এই রবিউল শিকদার এখন দলের সুসময়ে মূল্যায়ন না পেলে দলের জন্য বড় ঘাটতি হবে
আর এখন ওনার পেছনে কিছু হাইব্রিড নেতা দিন দিন ষড়যন্ত্র করে যাচ্ছে।
দাউদকান্দির হাই কমান্ড নেতাদের দৃষ্টি আকর্ষণ করবো আগে সত্য মিথ্যা যাচাই করবেন।
কারণ রবিউল শিকদার দলকে ভালোবেসে বিগত ১৭ টি বছর যে জ্বলন্ত উদাহরণ রেখে গেছে তা ভূলবার মত নয় দলকে ভালোবেসে নিজের সর্বোচ্চ হারিয়েছেন।