আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান মিন্টুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল পৌণে ৩ টায় নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর মোড় এলাকায় খড়িবাহী ভটভটির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই
হাবিবুর রহমান মিন্টু নিহত হন।
জানা যায় তিনি বড়শি দিয় মৎস শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা হয় পথিমধ্যে এ দর্ঘটনা ঘটে।
তার মৃত্যুর খবরে পুরো উপজেলা জুড়ে চলছে শোকের মাতাম প্রত্যন্ত এলাকা থেকে মানুষ এসে ভীড় করছে জনতার চেয়ারম্যান মিন্টু কে শেষবার দেখার জন্য।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলপরিদর্শন করেছেন আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।