আলি হোসেন,চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি
ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ বাতিল করে ২০০৯ সালের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন-বিএফএ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিয়ের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের একটি হোটেলে নতুন নীতিমালা স্থগিত ও আগের সার নীতিমালা বহালের দাবি জানান সার ডিলাররা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আকবর হোসেন বলেন, ইউনিয়নভিত্তিক নতুন ডিলার নিয়োগের প্রস্তাব বাস্তবসম্মত নয়। অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে এ নীতিমালা সার বিতরণ ব্যবস্থায় সুফল আনতে পারবে না। বিসিআইসি ডিলাররা দীর্ঘ ৩০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কৃষকের কাছে সার পৌঁছে দিচ্ছেন। এ অবস্থায় হঠাৎ নতুন কাঠামো চাপিয়ে দিলে কৃষক পর্যায়ে সংকট তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র সার বিক্রেতারা প্রান্তিক কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তাদের বাদ দেওয়া হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি প্রকৃত চাহিদা অনুযায়ী সুষম বরাদ্দ দিলে কোনো ধরনের সংকট তৈরি হবে না। ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। কারণ জ্বালানি, ব্যাংক সুদ, গুদাম ভাড়া ও শ্রমিক ব্যয় বেড়ে গেলেও কমিশন বাড়ানো হয়নি। ভর্তুকি মূল্যের সারের ওপর প্রস্তাবিত ৫ শতাংশ উৎস কর বাজারকে অস্থিতিশীল করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ডিলার আকবর হোসেন বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পাশাপাশি বিএফএ’র প্রতিনিধিদের মতামত গ্রহণ করে নতুন নীতিমালা প্রণয়ন করা উচিত। সার ডিলার নীতিমালা ২০০৯-এর আলোকে ২০২৫ সালের নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হলে তা কৃষক ও সরকারের উভয়ের জন্যই ফলপ্রসূ হবে। বিসিআইসি ও বিএডিসি কোন বিভাজনে না যেয়ে সরকারের নীতিমালার আলোকে সুষ্ঠ সার সরবরাহ এর মাধ্যমে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে সার বিতরণের প্রক্রিয়া কার্যকর হউক। এক্ষেত্রে আমরা মনে করি৷ সার ডিলার নীতিমালা-২০০৯ এর আলোকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ এ প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন-বিএফএ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, সিনিয়র সভাপতি কাজি সেতাউর রহমান, সহ- সভাপতি দানিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।