আল রোকন রিপোর্টার কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৌরসভার দৌলদ্দী সুইচগেইট এলাকায় ১২ বছরের অটোচালক শিশু ফাহিমকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসী রাস্তার পাশে ফাহিমের নিথর দেহ দেখতে পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশকে খবর দেয়।
নিহত ফাহিম সুনামগঞ্জের জামালগঞ্জ থানার শরীফপুর গ্রামের মজিবুর রহমান ও নুর নাহার বেগমের ছেলে। পরিবারের সহায়তা করতে ছোটবেলা থেকেই অটোরিকশা চালাতেন।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা ফাহিমকে হত্যা করে তার চালানো অটোরিকশাটি নিয়ে গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনগত প্রক্রিয়া চলমান।