আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় সোনাডাঙ্গা ইউনিয়নের আগামী চেয়ারম্যান পদপ্রার্থী মহিবুল ইসলাম রনির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ৪০০টি কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে । যা স্থানীয় পরিবেশ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ করতে উৎসাহিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে শেরকোল শিমলা উচ্চ বিদ্যালয় এবং শেরকোল শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র
ছাত্রীদের মাঝে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
এই সময় প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে এবং স্থানীয়দের মাঝে ১টি করে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন,
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য বাগমারা কৃষক দল নেতা ও সোনাডাঙ্গা ইউনিয়নের আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী মহিবুল ইসলাম রনি, বাগমারা উপজেলা, কৃষকদলের আহ্বায়ক প্রভাষক আব্দুল জলিল , বাগমারা উপজেলার কৃষক দলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান চঞ্চল, সান্টু মোল্লা, উজ্জল হোসেন, বাগমারা উপজেলার কৃষক দলের সদস্য মামুনুর রশিদ,, গোবিন্দ পাড়া কৃষক দলের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, নরদাশ ইউনিয়নের কৃষক দলের সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সোনাডাঙ্গা ইউনিয়নের কৃষক দলের সভাপতি আনজু পরামানিক । ঝিকরা ইউনিয়ন কৃষক দল সভাপতি জাহাঙ্গীর আলম, মাড়িয়া ইউনিয়নের কৃষক দলের অন্যতম সদস্য হাফিজুর রহমান সান্টু, আউচ পাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের এসব দলের সভাপতি শহিদুল ইসলাম, সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক গণ ।