উত্তম কুমার গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আকাশে বাতাসে বইছে শরৎ আগমনের বার্তা। আর মাত্র কয়েকদিন বাকি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে সনাতনীদের ঘরে ঘরে বইছে আগাম আনন্দের সুবাতাস।
সারাদেশের ন্যায় গোমস্তাপুর উপজেলাই চলছে পূঁজার শেষ মুহুর্তের প্রস্তুতি। উপজেলার ৩২টি পূঁজা মন্ডপে শেষ মুহুর্তের ব্যস্ত সময় পারকরছেন মৃৎশিল্পীরা।
চলতি মাসের ২৮ তারিখ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিন্যাাপী শারদীয় উৎসব। আর আগামী মাসের ২ তারিখ বিজয় দশমীর মধ্য দিয়ে সম্পন্ন হবে শারদীয় উৎসব।
উপজেলার বিভিন্ন শারদীয় পূজা মন্ডপ ঘুরে দেখা য়ায়, কারিগররা বাঁশ, খড়, মাটি, ধানের গুঁড়াসহ নানা উপকরণ দিয়ে দেবী দূর্গা, শিব, গনেশ, কার্তিক লক্ষী ও সরস্বতী সহ সঙ্গীদের। কারিগররা মাটির কাজ শেষে শুরু করে তাদের নিপুন হাতের রং তুলির কাজ। উপজেলার একাধিক পূঁজা মন্ডপের প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন কারিগররা।
এদিকে শ্রী শ্রী হনুমানজীর মন্দির রহনপুরে
মন্ডপে প্রতিমা তৈরি শেষে রং করছেন কারিগর ।
এদিকে জয়যাত্রা তরুণ সংঘ দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শিশির কুমার পাল বলেন ধর্মীয় আচার রিতি মেনে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে তাদের সংগঠনের সব ধরনের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বাংলাদেশ পূঁজা উৎযাপন পরিষদের গোমস্তাপুর শাখার সাধারন সম্পাদক সুমন সাহা আমাদেরকে বলেন , এ বছর উপজেলার আট ইউনিয়নে ও এক টি পৌরসভা ৩২ টি মন্ডপে শারদীয় উৎসব অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ৩২টি পূঁজা মন্ডপে থানা পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছসেবক মোতায়ন থাকছে। সব মিলিয়ে পূজা উদযাপনকে ঘিরে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।