মোঃ ইমরান হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি,
পটুয়াখালী:
ড. শফিকুল ইসলাম মাসুদের প্রচেষ্টায় আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে কেন্দ্রটির কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনের দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি তাদের জীবনকে অনেক সহজ করবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এই কার্যক্রম চলবে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা এ কার্যক্রমের প্রশংসা করেন এবং অব্যাহত রাখার আহ্বান জানান।