রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজারে ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য আধুনিক জেন্টস ও লেডিস কালেকশন নিয়ে যাত্রা শুরু করেছে “সিকদার চয়েজ”। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি স্টেশন সংলগ্ন দোকানটি ফিতা কেটে উদ্বোধন করেন দোকানের সত্বাধীকারী কামাল সিকদার, তার বাবা মহিউদ্দিন সিকদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও এলাকার যুবকেরা।
তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষের জন্য উপযোগী ফ্যাশন আইটেম থাকায় ধামাইরহাট এলাকার ক্রেতারা একে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা হিসেবে দেখছেন। তারা জানান, গ্রাহকদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়েই সিকদার চয়েজ সাজানো হয়েছে। বর্তমান প্রজন্ম ফ্যাশন ও ট্রেন্ড সচেতন। তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পোশাক ও আধুনিক কালেকশন সরবরাহ করতে সিকদার চয়েজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে উদ্বোধনের প্রথম দিন থেকেই দোকানটিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। দোকানে আসা অনেক ক্রেতাই জানিয়েছেন, এতদিন এ এলাকায় আধুনিক ফ্যাশনের বড় কোনো দোকান না থাকায় তাদের বাইরে যেতে হতো। এখন স্থানীয় পর্যায়েই সর্বাধুনিক কালেকশন পাচ্ছেন বলে আনন্দ প্রকাশ করেছেন তারা।
সিকদার চয়েজ কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা গ্রাহকদের পছন্দ ও আস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। ধামাইরহাটে ফ্যাশনের সব চাহিদার জন্য সিকদার চয়েজ হবে সবার প্রথম পছন্দ।রাঙ্গুনিয়া- (চট্টগ্রাম) প্রতিনিধি- ইমরান