সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলার চক রাজাপুর গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর বাড়ি ডাকাতি’র তিনজন আসামি কে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় রাজশাহী জেলা ডিবি ও বাঘা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ইং ০২/০৯/২৫ তারিখে বাঘা থানা পুলিশ ও ডিবি, রাজশাহীর যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিভিন্ন এলাকা থেকে বাঘা থানার চক রাজাপুর গ্রামের সংঘটিত গৃহ ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত মোঃ তুহিন মালিথা(৩০), মোঃ শিপন আলী ওরফে কালু(৩০) ও মোঃ ইসরাফিল ওরফে আশরাফুল ইসলাম(৪২) গণকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি অপ্পো মোবাইল ফোন, নগদ ৯৭০০/- টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০৪ টি দেশীয় হাঁসুয়াসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।