কুমিল্লা ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা (জুন-২০২৫খ্রি.) এর লিখিত পরীক্ষার ফলাফল অদ্য ৩১/০৮/২০২৫খ্রিঃ তারিখ প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আল রোকন
কুমিল্লা জিলা প্রতিনিধি
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ৩১ আগস্ট, ২০২৫খ্রি. কুমিল্লা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি এবং কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা (জুন ২০২৫খ্রি.) এর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এছাড়াও কুমিল্লা জেলার টিআরসি নিয়োগ বোর্ডের কর্মকর্তাগণ ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ-( জুন ২০২৫খ্রি.) এর কুমিল্লা জেলায় চূড়ান্ত ফলাফল এর তালিকা অদ্যই বিকাল ০৩:০০ টায় কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আরআই এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তন এর নিচ তলায় নোটিশ বোর্ডে দেওয়া হবে।