মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য
সংগ্রহে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে
সাজু’র উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শনিবার
সকালে স্থানীয় বাসষ্ট্যান্ডে ঘন্টাকালব্যাপী মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত
সাংবাদিকরা। এ সময় পাশর্^বর্তী মান্দা, পতœীতলা ও ধামইরহাট উপজেলার কর্মরত
সাংবাদিকরাও এ মানববন্ধনে যোগ দেন। মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদের
সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সম্পাদক আজাদ
হোসেন মুরাদ, সদস্য আব্দুর রশিদ তারেক, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক,
পতœীতলার সাংবাদিক মাহমুদুন্নবী প্রমূখ। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আইনুল হোসেন, সহ সম্পাদক এম আর রাজ,
সাংগঠনিক সম্পাদক মো. সুইট হোসেন, কোষাধ্যক্ষ মকলেছুর রহমান, সাবেক সভাপতি
গৌতম কুমার মহন্ত, মাহবুবুজ্জামান সেতু, সোহাগ রহমান সুজন, মো. মেহেদী হাসান,
এস এ উজ্জল, মো. শাকিল আহমেদ, রফিকুল ইসলাম রফিক, এস.এম শামীম, ডিজিটাল
প্রেসক্লাবের সভাপতি বরুন মজুমদার, সম্পদক আমিনুর রহমান খোকন প্রমূখ। নিয়ম
বহির্ভুতভাবে খাজনা-খারিজ ছাড়ায় এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে দলিল লেখক সমিতির
যোগসাজসে গত মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল থেকে রাত প্রায় ৯ টা অবধি এবং বুধবার
বিকেল পর্যন্ত প্রায় সাড়ে ৮শ দলিল রেজিষ্টি করেন সাব-রেজিষ্টার মুক্তি আরা। এসব
অনিয়মের খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক সাজু বুধবার বিকালে সাব-
রেজিষ্ট্রি অফিসে যান। এ সময় তিনি সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল
লেখক সমিতির সদস্যদের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় সাংবাদিক সাজুর
ক্যামেরা, মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।