আব্দুল্লাহ আল মামুন যশোর
যশোরে ইসলামী যুব আন্দোলনের কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট শুক্রবার বিকেলে যশোর ঝুমঝুমপুর মাদ্রাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি আবু জর বিন হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মারুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ হাসিব গোলদার, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী সহিদুল ইসলাম সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ।