আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য সপ্তাহ/২৫ উদ্যাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাবিলঅ ফেরদৌস। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাবিলা ফেরদাউস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা (অ:দা:)। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম। এসময় এলজিইডি প্রকৌশলী এনএমএ সুলতানুল ইমাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য জিবি ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।