সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় বিএনপি চেয়ারপারসন ও তিন বারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা উপজেলা ও পৌর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রীর খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানটিতে উপজেলা যুবদলের সাবেক সদস্য খালিদ মাহমুদ মিঠুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, বাঘা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বাঘা শাহ্ দৌলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন জমাদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক ইকবাল হিমেল, উপজেলা যুবদলের সাবেক সদস্য রাশিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য হাসিবুল ইসলাম, বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমির হাসনাত রনি, চকরাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইমন আহম্মেদ, বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক টনিজ আহম্মেদ, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য গোলাম মুস্তাকিন তুষার, মাসুদ পারভেজ, শরিফুল ইসলাম, বাঘা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল আহম্মেদ, সদস্য সচিব শিমুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক নেতা ফয়সাল আহম্মেদ, সাবেক ছাত্র নেতা জীবন আহম্মেদ, পাকুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সেলিম আহম্মেদ, আনিসুর রহমান ফারুক, শরিফ আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানের সভাপতি আল-আমিন জমাদার তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বাধীনতার পরবর্তী সময়ে ভোটাধিকার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন।
আরও বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবাস ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও তিনি গণতান্ত্রিক আদর্শে অটল থেকেছেন। তাঁর নেতৃত্বেই দেশে আবারও জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
মাহফিল শেষে দেশমাতার সুস্থতা ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।