মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে অবশেষে ধরা পড়েছে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নুরুন্নবী ভোলা। শনিবার ভোরে উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া কুঠিপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুন্নবী ভোলার বিরুদ্ধে দীর্ঘদিন আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে সে গা-ঢাকা দিয়ে আত্মগোপনে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, “আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুন্নবী ভোলাকে আজ ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”
এদিকে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। দীর্ঘদিন ধরে নুরুন্নবী ভোলা গ্রামে সক্রিয় না থাকলেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বলে জানা গেছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধ দমনে শৃঙ্খলা আরও প্রতিষ্ঠিত হবে।