পোরশা(নওগাঁ)প্রতিনিধি
শিক্ষার্থীদের ভবিষ্যত গড়ার দায়িত্ব একজন শিক্ষকের। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের ভাল করে গড়ে তুলতে হলে অন্যান্য পেশাজীবীদের মতো কেবল অফিস আওয়ার হিসেবে চাকুরী করলে হবেনা। শিশুদের মনের কথা বুঝতে হবে এবং তাদের মনে জায়গা করে নিতে হবে। বুধবার নওগাঁর পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা মিলনায়তনে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যদানের সময় কথাগুলি বলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার মানন্নয়নে সরকার শিক্ষকদের সারা বছরই প্রশিক্ষণ দিয়ে থাকেন। কিন্তু সে প্রশিক্ষণের বাস্তবায়ন এর ক্ষেত্রে আগ্রহ ও মনিটরিং এর ঘাটতি আছে। তিনি বলেন, একজন প্রাথমিক শিক্ষকের পক্ষে যেভাবে একজন শিশুর মনে স্থান তৈরি করে নেয়া সম্ভব তা সহজে অন্য কারো পক্ষে সম্ভব না। শিশুরা তাদের শিক্ষককে অনুকরণ করে থাকে। এক্ষেত্রে তারা পিতা মাতার চেয়েও শিক্ষকের এগিয়ে রাখে। তাই শিশুদের সামনে অনুকরণীয় হয়ে উঠতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান। এ উপজেলার শিক্ষার মানন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং সকলকে সে লক্ষে কাজ করার জন্য তিনি অনুরোধ করেন। এসময় সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন সহ ৮৭জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ