সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় ২০০ টি ঘুঘু পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করলেন ইউএনও শাম্মী আক্তার। বুধবার (৬ অক্টোবর) দুপুর ৩ টার দিকে বাঘা বাজারের মুরগীহাটা তে পাখিগুলো অবমুক্ত করা হয়। এছাড়াও দুইটি মুরগির দোকানে মূল্য তালিকা না থাকায় ১০০০০/- জরিমানা করা হয়।
জানা যায়, বন্যপ্রাণী ঘুঘু পাখি বিক্রয় হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে বাঘা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এসময় আজাদ পোল্ট্রি ফার্মে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯টি খাঁচায় ২০০ টি ঘুঘু পাখি জব্দ করে জনসম্মুখে অবমুক্ত করা হয়। উল্লেখ্য, অভিযুক্তকে না পাওয়ায় মামলা দায়ের করা হয়নি।
এছাড়াও বাজার মনিটরিংকালে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ অন্যান্য অপরাধে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১০০০০/- জরিমানা করা হয় ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।