এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধি
দীর্ঘ ১৮ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ নওগাঁর মহাদেবপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ৪৮ নওগাঁ-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান। গত ৪ আগস্ট সন্ধ্যার পর উপজেলার প্রাণকেন্দ্র বাস স্ট্যান্ড সংলগ্ন স্পাইসি কফি হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে, সেক্রেটার শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, ঢাকা মহানগর উত্তর সহ সেক্রেটারি, ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছি) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপার্থী হাফেজ মাওলানা মোঃ মাহফুজুর রহমান। এ এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র নায়েবে আমির মোঃইউসুফ আলী সোনার,নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম রফিক, সহ সেক্রেটারি আরিফ মোল্লা, কর্ম পরিষদ সদস্য আশরাফুল ইসলাম, নওগাঁ -৩ আসনের আসন পরিচালক রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন,জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণমুখী রাজনৈতিক দল। এ দল দুর্নীতি মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চায়।ইতোমধ্যেই আমাদের দুইজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আমি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করে বুঝেছি এই এলাকার সার্বিক উন্নয়ন বিগত সময়ে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে হয়েছে। তাই এই এলাকার সার্বিক উন্নয়ন সঠিকভাবে করতে আপনাদের সাহসিকতার মাধ্যমে সঠিক, সত্য ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সঠিক তুলে ধরলে সঠিকভাবে কাজ করতে সুবিধা হবে। তিনি আরো বলেন,আগামী নির্বাচনের জন্য জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত, জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য এবং দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণচেয়ে দোয়া করা হয়।