আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার হাটখুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৫ আগস্ট-২৫) বিকেল ৪ ঘটিকার সময় খেলাটি হাট খুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের খেলার যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন ,, বাগমারা উপজেলা হাট গাঙ্গোপাড়া রিজভী একাদশ বনাম বাগমারা উপজেলা সাইধারা একাদশ সংঘ দল।
খেলাটির পরিচালনা কমিটির সভাপতি ছিলেন আউচপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মাস্টার রফিকুল ইসলাম সাজু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম (শাফি)।
এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা তাঁতি দলের সভাপতি মামুনুর রশিদ,,শাহনাজ পারভীন আদরী সাধারণ সম্পাদক বিএনপি,, সৈয়দ আলী সাধারণ সম্পাদক,,বাগমারা উপজেলা রুহুল আমিন যুগ্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বাগমারা,,আঃ আব্দুল জলিল সভাপতি, ডাঃইয়াসিন আলী।
বিএনপি নেতা,, অধ্যক্ষ মেসের আলী,, রিপন ছাত্রদল ,, রিজভী,,বিএনপি’র যুগ্ন আহবায়ক সিদ্দিক,, আজিজুল,সাধারণ সম্পাদক স্বপন,, তারেক জিয়ার প্রজন্ম দলে শহীদ,, জেকের,, মানিক,, রাসেল ওয়ার্ড সভাপতি বিএনপি’র আবুল কালাম আজাদ ,, প্রভাষক জামাল প্রমুখ।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল জলিল,, সহকারী সবুজ ও বাবুল । এবং ধারা বিবরনীতে ছিলেন, সিরাজুল মাস্টার ও সিদ্দিক। খেলায় হাটগঙ্গোপাড়া রেজভি একাদশ ১-০ গোলে জয়লাভ করেন।