1. towkir.skit@gmail.com : admin :
  2. towkir29@gmail.com : adminrafiq :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
বাঘায় মাদ্রাসা প্রাঙ্গণের জলাবদ্ধতা নিরসন ও রাস্তা সংস্কারে ছাত্রদল নেতা শামিম সরকার কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিন জন নিহত রহনপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত তিতাস উপজেলায় কালাচানকান্দি পাখিদের অভয়ারণ্য স্থান পরিদর্শন করেন ইউএনও মহোদয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান পোরশা সীমান্তে মালিক বিহীন ভারতীয় মহিষ আটক গেটে ঝুলে রহস্যময় এক তালা: শ্রীপুরে বকেয়া বেতনের অনিয়িচ্তা শ্রমিকের মুখে ক্ষোভ ৩নং বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাব্বি

উদ্যোগ আর পরিশ্রমে বদলে যাওয়া জীবন: কলেজ শিক্ষার্থী সারোয়ারের কবুতর খামারে সাফল্যের গল্প

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৩ Time View

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মিরাপুর গ্রামের কলেজ শিক্ষার্থী সারোয়ার হোসেন নিশান প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি, আগ্রহ আর পরিশ্রম থাকলে তরুণরাও হতে পারে সফল উদ্যোক্তা।(ইউটিউব) এ ভিডিও দেখে আগ্রহ জন্মানো সারোয়ার আজ কবুতর পালনকে রূপ দিয়েছেন সম্ভাবনাময় একটি খামারে। তার খামারটি এখন তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

প্রায় এক বছর আগে মাত্র দুই জোড়া কবুতর নিয়ে খামার শুরু করেন সারোয়ার। বর্তমানে তার খামারে কবুতরের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৫ জোড়া। তিনি জানান, “কবুতর পালনে অতিরিক্ত কোনো জায়গার প্রয়োজন হয় না। নিয়মিত খাবারও দিতে হয় না, ওরা অনেকটাই প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করতে পারে। খরচও তুলনামূলকভাবে অনেক কম। তাই লেখাপড়ার পাশাপাশি এই কাজটি সহজেই করা যায়।”

সারোয়ারের স্বপ্ন অনেক বড়। তিনি বলেন, “যদি সরকারি কোনো প্রশিক্ষণ বা আর্থিক সহায়তা পেতাম, তাহলে আর চাকরির পেছনে না ছুটে নিজেই একজন সফল উদ্যোক্তা হতে পারতাম ইনশাআল্লাহ। আমি চাই নিজেই কর্মসংস্থান তৈরি করে সমাজের বেকার তরুণদের উৎসাহিত করতে।”

তার এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে। পাশের এক স্কুল শিক্ষার্থী বলেন, “নিশান ভাইয়ের খামার দেখে আমিও কবুতর পালন শুরু করেছি। আমি চাই লেখাপড়ার পাশাপাশি নিজের একটি খামার গড়ে তুলতে। নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভরশীল হতে চাই।”

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম মবলেন, “সারোয়ারের মতো তরুণদের উৎসাহ দেওয়া প্রয়োজন। এমন উদ্যোগ শুধু একজনের জীবন বদলায় না, বদলায় সমাজের চেহারাও। যদি সরকার সহযোগিতা করে, তাহলে এই তরুণরা একদিন আমাদের গর্ব হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, এমন উদ্যোক্তা তৈরির পেছনে সরকারি পর্যায়ে প্রশিক্ষণ, ঋণ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে সারোয়ারের মতো আরও অসংখ্য তরুণ হয়ে উঠতে পারে দেশের জন্য মূল্যবান সম্পদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org