তানভীর ভুইয়া বিজয়নগর প্রতিনিধি
জাতীয় সংসদের আসন পুনঃসীমানা প্রস্তাবের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। শুক্রবার সকাল ১০টার দিকে চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন বিক্ষুব্ধ জনগণ। এতে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
প্রায় আধাঘণ্টা ধরে চলা এই কর্মসূচি শেষে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে তারা পরিষ্কার জানিয়ে দেন, দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচি আসবে—যার মধ্যে ২৪ ঘণ্টার মহাসড়ক ও রেলপথ অবরোধের হুমকিও রয়েছে।
নির্বাচন কমিশনের সাম্প্রতিক খসড়া তালিকা অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওতাধীন বিজয়নগরের তিনটি ইউনিয়ন বুধন্তী, চান্দুরা ও হরষপুর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন, বিজয়নগর একটি সুপ্রতিষ্ঠিত প্রশাসনিক ও রাজনৈতিক একক। এখানে তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন কেটে নেওয়ার প্রস্তাব এই জনপদের অস্তিত্ব ও মর্যাদার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাষ্টু সরকার এবং চান্দুরা ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তারা বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিজয়নগরের ঐক্য ও কার্যকারিতা বিঘ্নিত হবে। আমরা অবিলম্বে এ খসড়া প্রত্যাহারের দাবি জানাই।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত বুধবার দেশের ৪০টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে একটি খসড়া গেজেট আকারে প্রকাশ করেছে। কমিশন জানিয়েছে, ১০ আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে লিখিত আপত্তি বা মতামত জানানো যাবে। এরপর শুনানির মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।