মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কিংকরপুর এলাকায় পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ধ্বংস করা হয়েছে অবৈধ কয়লা তৈরির ২০টি চুল্লি। ২৮ জুলাই সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল।
জানা যায়, মাটির তৈরি অস্থায়ী প্রায় ২০টি চুল্লিতে গাছের গুল, ডালপালা, খড়িসহ নানা ধরনের বনজ উপাদান জ্বালিয়ে কয়লা তৈরির কাজ চলছিল। এতে একদিকে যেমন বনজ সম্পদের বিপুল ক্ষতি হচ্ছিল, তেমনি উত্পন্ন ধোঁয়ায় আশেপাশের পরিবেশ চরমভাবে দূষিত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে কেউ ছিল ধরাছোঁয়ার বাইরে।
অভিযানকালে ঘরগুলো ফাঁকা পাওয়া যায়, তবে স্থানীয় সূত্রে কয়েকজনের জড়িত থাকার তথ্য উঠে এসেছে। উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ইউএনও’র নির্দেশে চুল্লিগুলোর কাঠামো ও সরঞ্জামাদি পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, “পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। অভিযান চলমান থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আরও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।