মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
অদ্য ২৭ জুলাই ২০২৫ খ্রিঃ গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা নিজ হাতে ফুলেল শুভেচ্ছা ও র্যাংক ব্যাজ পরিয়ে দেন নব পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শককে। এ সময় তিনি সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং ভবিষ্যত কর্মজীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ শরিফুল ইসলাম, গাইবান্ধা এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পদোন্নতির এ সাফল্য গাইবান্ধা জেলা পুলিশের পেশাদার মানসিকতা এবং সেবার মান উন্নয়নের ধারাবাহিকতা প্রতিফলিত করে।