প্রতিনিধি – সৈয়দ মোঃ ইমরান হোসেন – রাংগুনিয়া
রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি, বালি ও মাদক ব্যবসা প্রধান সমস্যা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
তিনি আরো বলেন,”আমি পুলিশের উপর ভরসা করিনা, আমি জনগনের উপর ভরসা করি। যারা এ অপরাধের সাথে জড়িত তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন৷।”
শনিবার (২৬ জুলাই) বিকাল ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
রাঙ্গুনিয়ার সন্তান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর শেষ ইচ্ছে ছিলো রাঙ্গুনিয়ায় দাফন করার। উনি রাঙ্গুনিয়ার ভোটার ছিলেন। বাবার বাড়ি এখনো সকলে চিনেন কাদের নগর হিসেবে। বাবাকে সকলে জানতো রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে। তাহলে আমার প্রশ্ন আমি কোন ঘরের সন্তান। আমি বলতে চাই, নমিনেশন হোক আর না হোক, প্রার্থী আমি হই আর না হই, আমি রাঙ্গুনিয়ার সন্তান। বাবা থেকে শিক্ষা পেয়েছি, যাদেরকে বুক দিয়েছি, তাদেরকে পিঠ দেবো না। আপনারা আমার বিপদে আমাকে বুক দিয়েছেন, যতদিন বেঁচে আছি, আপনাদের পাশে থাকবো, আপনাদের জন্য কাজ করবো। আপনারা আমাকে পছন্দ করেন আর নাই করেন, আমি তো আপনাদের ভালবাসি, ভালবেসে যাবো।’
তিনি বলেন, আওয়ামী দুঃশাসনে মানুষ দীর্ঘদিন ঘরে থাকতে পারেনি, বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছিল। রাঙ্গুনিয়ার মানুষ আজ স্বাধীন। তাই আমি রাঙ্গুনিয়ার মানুষকে আজকে দেখতে এসেছি কোন ভোটের জন্য নয়।
নির্বাচন প্রসঙ্গ টেনে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘সকলেই অপেক্ষায় আছেন কখন নির্বাচনের ঘোষণা আসবে। তবে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি ফেব্রুয়ারি মাসের জন্য। যদি হুকুম হয়ে যায় নির্বাচন ডিসেম্বরে হবে, তখনও আমরা প্রস্তুত রয়েছি। আমরা গত ১৬ বছর ধরে প্রস্তুতি নিয়ে রেখেছি। যেকোন মুহুর্তে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। রাঙ্গুনিয়ার মানুষ প্রস্তুত রয়েছে বিচার করার জন্য, নির্বাচন করার জন্য এবং লড়াই করার জন্য।’
নেতাকর্মীদের দলীয় গ্রুপিং না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দলীয় নেতৃবৃন্দের অনেকেই আবেগে অনেক কিছু বলে ফেলেন। দলের সকলেই আমার ভাই, সকলেই আমার চাচা। তাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন। একসাথে পথ চলবেন। কাউকে হেয় করবেন না। আমার বাবাকে যদি আপনারা মহব্বত করে থাকেন, তাহলে এই জিনিসটা আপনারা আমার জন্য করবেন।
উপজেলার মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজামউল হক চৌধুরী তপনের সভাপতিত্বে উপজেলা বিএনপি সদস্য কাজী নাজিম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী আকবরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক বেতাগী ইউপি চেয়ারম্যান এবং উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে করিম মিনা, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তরজেলা বিএনপির সদস্য শওকত আলী নূর, এডভোকেট কামাল হোসেন, হাজী মোহাম্মদ ইলিয়াস শিকদার, মছিহুদ্দৌলা চৌধুরী, নাসির উদ্দীন নসু, ইউসুফ শিকদার, ভিপি আনছুর উদ্দিন, এস এম ইফতেখার হোসেন রুবেল, ফারুকুল ইসলাম, পারভেজ মোশাররফ, আবু বক্কর, হেলাল আহমদ, আশরাফুল হক হারুন।
উপস্থিত ছিলেন সাংবাদিক মন্জুরুল ইসলাম,মাকসুদুল হক চৌধুরী, মোহাম্মদ হারুন, মোহাম্মদ খালেদ,মোহাম্মদ হারুন, আবু বক্কর, লোকমান, সাংবাদিক কামরুল ইসলাম, বেলাল হোসেন, সালমান সাঈদ প্রমুখ।